প্যাকেজ নং-২: প্যাকেজ মূল্য- ৫,২৩,০০০/-
আবাসন মক্কা : ৩ স্টার মানের হোটেলে হেরেম শরীফ হইতে ৪/৫ শত মিটারের মধ্যে ২০/২২ দিন থাকবেন ।
হজের পূর্বে ২ দিন পরে ৩ দিন মোট ৫ দিন হেরেম শরীফ হইতে ১৫/১৬ শত মিটার দুরে
উন্নত মানের হোটেলে অবস্থান করবেন।মিনা ,আরাফা এবং মুজদালিফায় মোট ৫ দিন।
এসি রুম, গরম-ঠান্ডা পানি ও খাটের ব্যাবস্থা থাকবে।প্রতি রুমে ৪/৫ জন হাজি থাকবেন।
আবাসন মদিনা : উন্নত মানের হোটেল হেরেম শরীফ হইতে ৩/৪ শত মিটারের মধ্যে ৯ দিন অবস্থান করবেন ।
এসি রুম, গরম-ঠান্ডা পানি ও খাটের ব্যাবস্থা থাকবে।প্রতি রুমে ৪/৬ জন হাজি থাকবেন।
খাওয়ার সুবিধা : তিন বেলা দেশী খাবার সরবরাহ করা হবে।
গাইড : প্রতি গ্রুপের জন্য অভিজ্ঞ একজন আলেমে দ্বীন সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকবেন।
হজ যাত্রীদের করনীয় : প্রথমে NID কার্ডের কপির সঙ্গে ১ কপি ছবি অথবা পাসপোর্ট এর ফটোকপি
এবং ৩০,০০০/- টাকা দিয়ে প্রি: রেজিস্ট্রেশন করবেন।
দ্বীতিয়ত: সরকারের চাহিদা মোতাবেক নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট পরিমান টাকা জমা দিয়ে ফাইনাল
নিবন্ধন করতে হবে।
তৃতীয়ত: প্যাকেজের অবশিষ্ট টাকা সৌদি আরবে বাড়ি ভাড়া করার সময় অর্থাৎ ১৫ রমজানের
মধ্যে পরিশোধ করিতে হবে।