প্যাকেজ নং-১: স্থায়ী প্যাকেজ মূল্য- ৬,১৬,০০০/-
আবাসন মক্কা : উন্নত মানের স্থায়ী হোটেল হেরেম শরীফ হইতে ৫/৬ শত মিটারের মধ্যে ।
আবাসন মদিনা : উন্নত মানের হোটেল হেরেম শরীফ হইতে ৩/৪ শত মিটারের মধ্যে ৯ দিন অবস্থান করবেন ।
এসি রুম, গরম-ঠান্ডা পানি ও খাটের ব্যাবস্থা থাকবে।প্রতি রুমে ৪/৫ জন হাজি থাকবেন।
খাওয়ার সুবিধা : তিন বেলা দেশী খাবার সরবরাহ করা হবে।
গাইড : প্রতি গ্রুপের জন্য অভিজ্ঞ একজন আলেমে দ্বীন সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকবেন।